শিবলী নোমান

বরঞ্চ

শিবলী নোমান

অথচ আমি ভেবেছিলাম হারিয়ে যাওয়ার কথা।
ভাবতাম অদূরের কোন গ্রাম কিংবা মাকোন্দোতে আমার অপেক্ষায় হোসে আর্কাদিও বুয়েন্দিয়া।
মার্কেজ চালাক, ঝড়ো হাওয়ায় পথ হারায় মাকোন্দোর।
আচেবের ওকনোকো মৃত্যকে নেয়, আমাকে না।
তাই উমুওফিয়াতেও যাওয়া হয় না আর।
অদ্ভুত সাদা কাকেরা আমার দিকে তাকিয়ে হাসে তাই।
মানিক কিংবা হোসেন মিয়া শুধায়, ‘ময়নাদ্বীপ যাইবা?’
কিন্তু ময়নাদ্বীপে হারানো যায় না।
পথ আটকায় কপিলা নয়, মালাই।
রে-ব্যানে চোখ ঢাকা মুখের হাসি কেউ দেখতে পায় না।
চার হাজার বছরেও শুকাবে না দুঃখের দাগ।
দিন শেষে কিছু গানই ভরসা তাই।
অথচ রোজই আমরা ঈশ্বর খুঁজে বেড়াই।
সবই যেন নাগালে কিন্তু কিছুই নয়।
চোখে চোখ পড়লেই সব ধোঁয়াশা হয়ে যায়।
গ্লোবাল ওয়ার্মিং যেন কুড়ে কুড়ে খায় আমাদের।
ঘুনে ধরা আমাদের আর কেউ নেয় না।
তাই যেখানেই আছি তাই সই।
বরঞ্চ তাই সও। তাই সও। তাই সও।

(০৫ মে, ২০১৮, ঢাকা)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।