শিবলী নোমান

রোজনামচা

শিবলী নোমান

লাল রঙের দ্বিতল ষড়চক্রযানে আমার রঙিন সময় কাটতো একসময়।
সাথে থাকতো পরিচিতজনেরা, প্রিয়ও বটে।
বয়স ও ব্যবহারে ন্যুব্জ সেই যানগুলোর কালোধোঁয়ায় আমি তখনো হারিয়ে যাই নি।
সম্পর্কে ফাটল ধরার মতোই রঙিন দিনগুলো ফিকে হয়েছে।
অর্ধদিবস তাই কেটে যায় ঘুমেই পূর্ণ রজনীর সাথে সাথে।
চারিদিকে পরিচিত মানুষের ভিড়ে আমি চাকরি খুঁজি জীবিকার তাগিদে।
বড়জোর মাস দুয়েক পর নাহলে কপালে জুটবে বেকারের সীলমোহর।
তবু বুদ হয়ে থাকা যায় গানে গানে।
লুমিনিয়ার্সের গানের কোন এক নীল চোখের শুভ্রকেশী বৃদ্ধাকে বড় আপন মনে হয়।
আমি ভালো নেই।
তুমি ভালো থেকো।

(১৭ জুন, ২০১৭, ঢাকা)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।