শিবলী নোমান

নস্টালজিয়া

শিবলী নোমান

নস্টালজিয়া ভালো, নস্টালজিয়া আপনাকে
সুখ দেয় আমার মতই।
নস্টালজিয়া খারাপ, ওটা পুরনোকে মনে
করিয়ে দেয় প্রতিবার।
পুরনো গান কিংবা কথা কিংবা কাজ
আমার ভালো লাগে।
যেমন ভালো লাগে আপনাকে।
আমাকে কি মনে পড়ে আপনার?
আমার মনে পড়ে।
মনে পড়ে বনানীর সেই সাড়ে সাত বিঘা
জমিতে দাঁড়িয়ে থাকা স্বপ্নের স্কুল।
দেড়শ কাঠা জমিতে বোনা হাজারো স্বপ্ন,
আকাশ ছোঁয়া।
স্বপ্নগুলো আজ ফিকে হয়ে গিয়েছে, তাই
স্বপ্নে উড়তেও পারি এখন।
তাই চলুন না, হারিয়ে যাই একবার হলেও!

(৩১ মে, ২০১৬, ঢাকা)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।