শিবলী নোমান

সুগন্ধি

শিবলী নোমান

আমি প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে থাকি।
দেয়ালে কিংবা পিলারে ভর দিয়ে কিংবা ভর দিয়ে দুই পায়ে।
আমার চারপাশ দিয়ে ব্যস্ত পথিকেরা অতিব্যস্ত ভঙ্গিতে হেটে যায়।
আমি ঠায় দাঁড়িয়ে থাকি।
তখন আমার নিজেকে মনে হয় পরম বস্তু,
যার খোঁজ ফিজিক্সে পাওয়া যায় না।
আমি মানুষ দেখি।
ইন্দ্রিয়ের দায়িত্ব পালন করতে গিয়ে গন্ধ সংগ্রহ করে নাক কিংবা নাকের মাধ্যমে মস্তিষ্ক।
প্রায়শ আমি সুগন্ধির গন্ধ বা ঘ্রাণ পাই।
সাধারণত কোন নারী পথিককে এরপর দেখতে পায় চোখ।
শুনেছিলাম কিছু পতঙ্গ আছে, যারা নিজে থেকে গন্ধ ছড়িয়ে পুরুষ সঙ্গীকে কাছে টানে।
পুরুষ হিসেবে সুগন্ধির চেয়ে নারীর আপন ঘ্রাণকে অনেক বেশি মার্কস দিতে পারি, যদি নিতে চান।

 

(০৩ জুন, ২০১৬, জাহাঙ্গীরনগর)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।