শিবলী নোমান

পারফেকশনিস্ট

শিবলী নোমান

শীত আসবে বলে যে বৃষ্টি নামে তা বেশ ভদ্র হয়।
ঠিক পারফেকশনিস্টদের মত।
তাল মিলিয়ে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে।
ঠিক যেমন তাল মিলিয়ে পারফেকশনিস্টরা এগিয়ে যায় পারফেকশনের দিকে।
আমি পারফেকশনিস্ট না।
ছিলাম না কখনোই।
আমার ভালো লাগে খাপছাড়া জীবন।
আপনি বলবেন অতৃপ্তিজাত ভালো লাগা।
তা হতেই পারে। আপত্তি নেই।
তবে শীত আসবে বলে নামা ভদ্র বৃষ্টি আমার ভালো লাগে না।
বৃষ্টি হবে ঝড়ের সাথে।
গাছ উপড়ে পড়বে।
তার ছিঁড়ে বিদ্যুৎহীন দুই দিন।
বিদ্যুৎ চমকের আলোয় আপনি দিশা পাবেন। দিশা দেখাবেন।
বজ্রের বিকট শব্দে ঘুম ভেঙে দেখবেন বুক কাঁপছে।
কিংবা জড়িয়ে ধরবেন পাশে থাকা প্রেমিক-স্বামী-সন্তানকে।
আমার তাই কালবৈশাখীই ভালো লাগে।
পারফেকশনিস্টরা জড়ীয়ে ধরতে পারে না।
তাই এই ভদ্র বৃষ্টি আর পারফেকশনিস্টদের প্রতি সমবেদনা।

 

(২৭ অক্টোবর, ২০১৬, জাহাঙ্গীরনগর)

 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।