শিবলী নোমান

কে যেন একা

শিবলী নোমান

আর এভাবেই আমরা দূরে সরে যাই।
যতদূরে সরে যায় ব্যস্ত শহরে ভুলে থাকা কৃষ্ণচূড়ারাও।
আমাদের ডানায় আর ভর করে না কোন প্রেম।
ডানাহীন পাখি হয়ে উড়ে বেড়াই সাদাকালো ক্যানভাসে।
একা, একা এবং একা।
মস্তিষ্কের খুপড়িতে ওরা গুজে দিতে চায় সৃজনশীলতা।
কর্পোরেট দাস হয়ে কেটে যায় সময়গুলো।
তবুও আমরা ভালোবাসা খুঁজে ফিরি মধু বা তেতো ভরা পেয়ালায়।
একা, একা এবং একা।

(০৫ সেপ্টেম্বর, ২০১৮, ঢাকা)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।