শিবলী নোমান

বুদ্ধিজীবী সংক্রান্ত থিসিস (২৬-২৮)

শিবলী নোমান

 

২৬.

বিদ্যমান ব্যবস্থা এতটাই সূক্ষ্ম ও শক্তিশালী হিসেবে সামনে এসেছে যে, আর কোনভাবেই এর আমূল বা আংশিক পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে একবিংশ শতক কিংবা ইতিহাস বা ভবিতব্যের অন্য যে কোন সময়ে নিশ্চিত হয়ে একজন বুদ্ধিজীবী যদি তার তৎপরতা থামিয়ে দেন, তাহলে এর মাধ্যমে ঐ বুদ্ধিজীবী আসলে বিদ্যমান ব্যবস্থাকে শক্তিশালী করেন বা ঐ ব্যবস্থার উদ্দেশ্য পূরণে সহায়তা করেন। চূড়ান্ত বিরুদ্ধ অবস্থাতেও, পরিবর্তন সম্ভব নয় জেনেও ন্যুনতম প্রতিরোধ বা রেজিজট্যান্স তৈরি, প্রকাশ ও জারি রাখাই নিজের সময়ের কাছে বুদ্ধিজীবীর অন্যতম প্রধান দায় বা দায়িত্ব।

 

২৭.

বুদ্ধিজীবী হওয়া ঈশ্বরের কাজ নয়, তেমনিভাবে ঈশ্বর হওয়াও বুদ্ধিজীবীর কাজ নয়।

 

২৮.

এক কথায় বলতে হলে, জীবনের তত্ত্ব খুঁজে মরাই বুদ্ধিজীবীর কাজ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।