শিবলী নোমান

মৃতদের শহরে

শিবলী নোমান

রোজ ইঁদুরের ময়নাতদন্ত করে বেড়াই,
অথচ মৃতদের শহরে আমাদের ময়নাতদন্ত করে না কেউ।
এ শহরে আজ আকাশ দেখা দায়,
ওপরে তাকালে কংক্রিটের বাংকারে বিদ্ধ হই।
অথচ তবু কী গভীর প্রেমে মত্ত কেউ কেউ।
জানে না এ শহরে গোলাপের দোকান শুধু ব্যবসা করার জন্য।
এখানে বইয়ের ভিটা বন্ধ হয়ে টি-শার্টের দোকান বসে।
কিংবা বইয়ের দোকানে আমরা ছবি তুলে বেড়াই।
অনেক আগেই তো অক্সিজেন নেয়া বন্ধ করেছি,
তবু একটা পার্কের জন্য হাহাকার বাতাসে মিশে যায়!
আমাদের ময়নাতদন্তে কিছুই পাওয়া যায় না।
সুরতহাল প্রতিবেদনে সব স্বাভাবিক থাকে।

(২৭ অক্টোবর, ২০১৯, ঢাকা)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।