শিবলী নোমান

প্রশিক্ষণ

শিবলী নোমান

কর্পোরেট দানোদের বৃত্তে বন্দী সময় কাটে।

আকাশ দেখতে হলে শৌচাগারে যেতে হয়।

অথচ আমাদের চাঁদের সাথে জোছনা দেখার কথা।

কারও হাত ধরে হেটে যাওয়ার কথা অচেনা পথে।

ঘুম ভেঙে আমরা এখন ছুটতে শুরু করি।

অথচ দিনগুলো শুরু হওয়ার কথা ছিল কোক স্টুডিওর সাথে।

ছুটতে ছুটিতে নিজেকে হারিয়ে ফেলি।

অথচ নিজেকে খুঁজে পাবো বলেই এসেছিলাম।

আমাদের ভেতর তাও হতাশা কাজ করে না।

হতাশাকে মোড়কে বন্দী করে বিপণন করতে হয়।

 

(০৯ অক্টোবর,২০১৮, ঢাকা)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।