শিবলী নোমান

এই রাতে সেই রাতের কথা

শিবলী নোমান 

আজ চাঁদ উঠেছে থালার মত।
লোকে বলে পূর্ণিমা।
সোনালী বা রূপালী নয়, সাদাই মনে হয় আমার।
চাঁদকে ঝলসানো রুটি মনে হয় নি কখনো।
প্রয়োজন হয়নি বলেই মনে হয়।
তবে মনে পড়ে গেল আপনাকে।
এই রাতে আপনাকে মনে পড়বেই।
হয়ত আপনিও মনে করেন আমাকে, জানি করেন।
সে রাতে পূর্ণিমা ছিল না, ছিলেন আপনি।
কতটা পথ হেঁটেও যা বলার বলা হয় নি।
এরপর কালক্ষেপণের ইতিহাস।
কিংবা কোন এক পুরনো সাদা গাড়িতে হেলান দিয়ে আপনার অপেক্ষারত আঙুলের ছন্দময়তায় বুদ।
ঐ জামাটা ভালো লাগতো।
কোথায় এখন?
অবশেষে বলেছিলাম।
আপনি বোঝেন না আমি আপনাকে ভালোবাসি?
এরপর?
মনে আছে কী উত্তর এসেছিল?
এর চেয়ে ব্যস্ততা কাটিয়ে একটু চাঁদটা দেখুন।
আজ রাতে পূর্ণিমা আছে, কে যেন নেই।

 

(১৫ অক্টোবর, ২০১৬, জাহাঙ্গীরনগর)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।