শিবলী নোমান

রোমান্টিকতা

শিবলী নোমান

ঝুম বৃষ্টি আমাকে মাদকতায় ভোগায়।
জানালার বাইরে কিংবা কোন বহুতল অট্টালিকার সবচেয়ে উপর থেকেও মাদকতাটা একই।
আমি সবুজের মাঝে বৃষ্টি দেখি।
আবার ইট-পাথরের ফাঁকে ফাঁকেও দেখি বৃষ্টির ফোঁটা।
দেখতে দেখতে ভাবতে থাকি।
ভাবতে ভাবতে হারিয়ে যাই।
তবে প্রেমিকাকে নিয়ে ঝুম বৃষ্টিতে ভেজার কথা আমার মাথার বাইরেই থাকে এখনো।
হাই প্রোফাইল রোমান্টিকতার চেয়ে ওর ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা আজও শক্তিশালী বেশ।
তাই আমার বসবাস লো-প্রোফাইলেই।
তবে একদিন আমি হাই প্রোফাইল হয়ে যাব।
সেদিন প্রেমিকাকে নিয়ে ঝুম বৃষ্টিতে ভিজব ঠিক।
সেদিনের অপেক্ষা করতে করতে মন মজে থাকে কোক স্টুডিওতে।
সফট গান আমার মাইগ্রেনের সাথে খাপ খেয়ে যায়।
তাই একদিন ওকে নিয়ে কোক স্টুডিও শুনবো।
আচ্ছা, ফিউশনের তালে হঠাৎ সখে কিংবা নিজের অজান্তে তুমি কি একবার আমার হাত ছুঁয়ে যাবে আলতো করে?
নাকি বলবে, আগের গানটাই ভালো ছিল তো!

 

(১৭ জুন, ২০১৬, ঢাকা)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।