শিবলী নোমান

যৌন হয়রানি ও ধর্ষণ: নারী অবদমনের হিংসাত্মক পন্থা

শিবলী নোমান

২০১৫ সালের নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সংঘটিত যৌন সন্ত্রাসের কথা আমরা নিশ্চয়ই ভুলে যাই নি। কিছুদিন আগেও একটি রাজনৈতিক কর্মসূচিতে আগত রাজনৈতিক কর্মীদের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন কেউ কেউ। রাজধানীর নিউ মার্কেট এলাকায় নজিরবিহীন যৌন হয়রানির শিকার হয়েছেন একই পরিবারের কতিপয় নারী। আর ধর্ষণের ঘটনা এখন দেখা দিয়েছে নিত্য-নৈমিত্তিক ঘটনা হিসেবে। কয়েক মাস বয়সী কন্যা শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, গৃহিণী থেকে শুরু করে পেশাজীবী নারী, কেউই আজ ধর্ষণ বা যৌন হয়রানির কবল থেকে মুক্ত নয়। কী কারণে যৌন হয়রানি বা ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটে থাকে তার অনেক ধরণের ব্যাখ্যা প্রচলিত আছে। নারীবাদী ডিসকোর্সের আঙ্গিকে যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে যে, মূলত পুরুষতান্ত্রিক বা পুরুষশাসিত সমাজে নারীকে দমিয়ে রাখার একটি উপায় হিসেবে যৌন হয়রানি ও ধর্ষণ ব্যবহৃত হয়।

উপরোক্ত ব্যাখ্যা অনেকের পছন্দ না হলেও যোগাযোগের কতিপয় তত্ত্বের আলোকে এই অবস্থানের পক্ষে যুক্তি প্রদর্শন করা যায়। আজকের লেখা মূলত সেই কাজটিই করবে। ১৯৭০ এর দশকে বৃটিশ নৃবিজ্ঞানী এডউইন আর্ডেনার লিখেছিলেন ‘বিলিফ অ্যান্ড প্রবলেম অব উইমেন’ শীর্ষক গ্রন্থ। এই গ্রন্থে কিভাবে পুরুষশাসিত সমাজ নারীদের প্রতিনিয়ত অবদমন করতে থাকে তা নিয়ে আলোচনা করা হয়। একইসাথে বালকদের উপর সমাজের অবদমন নিয়েও এই গ্রন্থ আলোচনা করে। এই গ্রন্থের সহায়তা নিয়ে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেরিস ক্র্যামার নারীবাদী দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেন ‘মিউটেড গ্রুপ’ শীর্ষক তত্ত্ব।

মিউটেড গ্রুপ তত্ত্বে নারীদের উপর পুরুষতান্ত্রিক সমাজের নানামুখী চাপ ও ক্রিয়াকলাপ ব্যাখ্যা করে দেখানো হয় যে, প্রতিটি পুরুষতান্ত্রিক সমাজ প্রতিনিয়ত চেষ্টা করে কিভাবে নারীদের সমাজে অবদমিত রাখা যায়। এর ফলে একসময় নারীরা সমাজে চুপ হয়ে যেতে বাধ্য হয় এবং পুরুষের চিন্তা বা মতকে মেনে নেয়। ভাষার উপর পুরুষতান্ত্রিক বলপ্রয়োগ, বিয়ের পর নারীর নামে পরিবর্তন কিংবা চাকরিক্ষেত্রে নারীকে একটি পর্যায়ের পর উপরে উঠতে না দেয়ার মতো চেষ্টাগুলো এজন্যই করা হয়ে থাকে। এমনকি এই পুরুষতান্ত্রিক চেষ্টা এতটাই মারাত্মক হয় যে, এর ফলে চারপাশের জগত সম্পর্কে নারীদের নিজস্ব ধারণাও সামনে আসতে পারে না। আর এর ফলেই দেখা যায় আমাদের সমাজের নারীরাও কোন না কোনভাবে পুরুষতান্ত্রিক হয়ে ওঠেন।

যদি ধর্ষণ বা যৌন হয়রানির সাথে এই আলোচনার কী সম্পর্ক তা ব্যাখ্যা করতে হয় তাহলে এক্ষেত্রে রিচার্ড ওয়েস্ট ও লিন টার্নারের মতামতের দিকে চোখ ফেরাতে হয়। মিউটেড গ্রুপ যেখানে বলতে চায় যে, সমাজের পুরুষ শ্রেণি নানা ধরণের চেষ্টার মাধ্যমে নারীদের কিংবা নারীদের চিন্তা ও কার্যকলাপকে চুপ করিয়ে দিতে চায়, সেখানে টার্নার ও ওয়েস্ট এই চুপ বা নিশ্চুপকরণ প্রক্রিয়া বাস্তবায়নে সমাজের পুরুষতান্ত্রিক অংশ কী ধরণের পদক্ষেপ নিয়ে থাকে তা ব্যাখ্যার চেষ্টা করেন। এক্ষেত্রে টার্নার ও ওয়েস্ট নারীদের নিশ্চুপ করার প্রক্রিয়া হিসেবে চারটি পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

প্রথমত, সমাজের নারীদের উপর পুরুষ শ্রেণি বা পুরুষতান্ত্রিক অংশটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। নিয়ন্ত্রণের মাধ্যমে এক্ষেত্রে নারীদের অবদমনের চেষ্টা চালানো হয়। দ্বিতীয়ত, নারীদের কার্যক্রমকে বিদ্রুপ করা হয়। নারীর কোন অর্জনকে হালকা জ্ঞান করা হয় এবং কথায় কথায় নারী ও নারীসমাজকে উপহাস করা হয়। এর ফলে ভেতরে ভেতরে নারীসমাজ হীনমন্যতায় ভুগতে ভুগতে একসময় পুরুষতান্ত্রিক সমাজের অংশ হয়ে যায়। তৃতীয়ত, সামাজিক রীতি-নীতি, পুরুষতান্ত্রিক সমাজে প্রচলিত নিয়ম-কানুন নারীকে অবদমিত রাখতে ব্যবহৃত হয়। অনেক সময় এসব নিয়ম-কানুন এতটাই শক্তিশালী হয়ে সামনে আসে যে, অনেক চেষ্টা করেও একজন নারীবাদী নারী কিংবা পুরুষের পক্ষেও এসব বাধাকে জয় করা সম্ভব হয় না। চতুর্থত, হয়রানি, ঠিক এই পদক্ষেপ নিয়েই আমাদের আলোচনা।

পুরুষতান্ত্রিক সমাজ নারীদের চুপ করিয়ে দিতে বা নারীদের অবদমন করতে নানা ধরণের হয়রানি করে থাকে। মানসিক হয়রানির সাথে সাথে এক্ষেত্রে শারীরিক হয়রানি তথা যৌন হয়রানি ও ধর্ষণের মতো নির্যাতন যুক্ত হয়। সমাজে নারীরা কেন এগিয়ে যাবে, নারীরা কেন স্বাধীনতা ভোগ করবে কিংবা নারীরা কেন স্বাবলম্বী হয়ে উঠবে, অনেক সময় এসব প্রশ্নজনিত কারণে পুরুষতান্ত্রিক পুরুষ বা নারীর মনে জেগে ওঠা হীনমন্যতা তাকে উৎসাহ দেয় নারীর প্রতি যৌন হয়রানী কিংবা ধর্ষণের প্রতি। এ প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অনেক নারীও অংশ নেয়। বগুড়ায় তুফান সরকারের নেতৃত্বে ধর্ষণ ও ধর্ষিতার মাথা মুন্ডনে কিভাবে তুফানের সহযোগী হয়েছিল নারীরাই তা আমরা দেখেছি। মূলত এক্ষেত্রে ওই সহযোগী নারীরাও পুরুষতান্ত্রিক চিন্তার বাইরে বের হতে পারেন নি।

এই আলোচনা থেকে বুঝতে পারা যায় যে, শুধুমাত্র বিচ্ছিন্ন কোন চিন্তা বা কেবল মাত্র জৈবিক চাহিদা মেটানোর লিপ্সা থেকে নয়, বরং সমাজে বিদ্যমান ক্ষমতা কাঠামো বজায় রাখার এক ধরণের চর্চা করা হয় নারীদের প্রতি যৌন হয়রানি ও ধর্ষণের মাধ্যমে। সমাজের বালকদের প্রতি একই ধরণের আচরণগুলো তো এখনো ট্যাবু হয়েই আছে। তাই নারী অধিকার নিয়ে আলোচনা করতে হলে যৌন হয়রানি ও ধর্ষণের এই ডিসকোর্স নিয়ে যেমন আলোচনা জরুরি, তেমনি যৌন হয়রানি ও ধর্ষণের ডিসকোর্সগুলোও আরো ব্যাপকতর ক্ষেত্র নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।