শিবলী নোমান

মাইক্রোফিকশন (১৬-২০)

শিবলী নোমান

 

১৬.

– ঐ দ্যাখ, শসা বিক্রি করতিছে! খাবি?

– রাতের খাওনের ট্যাকা কম পড়লে আমারে গাইল পারিস না য্যান!

 

১৭.

এইমাত্র পাওয়া: বিশ্ব র‍্যাঙ্কিং-এ স্থান পাওয়ার জন্য দাপ্তরিক ওয়েবসাইটে পাঠশালার পণ্ডিতদের নিজস্ব প্রোফাইল আপডেটের জন্য বছরের পর বছর দফায় দফায় আহ্বান জানিয়ে ব্যর্থ হয়ে এবার আপডেটেড প্রোফাইলবিহীন পণ্ডিতদের পাঠশালা চত্বরে দেখামাত্র গুলির ফরমান জারি করলেন অত্র পাঠশালার মহাপণ্ডিত মহোদয়।

 

১৮.

– আমরা একটা সিনেমা বানাবো।

– কবে?

– যখন আমাদের ভেতর আর কোন যোগাযোগ থাকবে না।

 

১৯.

– এই যে ভাই! হ্যালো! হ্যা হ্যা আপনিই! শোনেন, চাইলে গুলি করেন, তবু কনুই দিয়ে গুতায়েন না তো!

 

২০.

সম্মানিত যাত্রীসাধারণ ভাই ও বোনেরা, শীতের শুরুতে আপনাদের স্পর্শকাতর ত্বককে মোলায়েম রাখতে আপনাদের জন্য আজ নিয়ে এসেছি একটি বডি লোশন। বাজারের অন্যান্য লোশনের সাথে এই লোশনের পার্থক্য হলো এর ৪৮ ঘণ্টা ময়েশ্চারাইজিং পাওয়ার। অর্থাৎ একবার ব্যাবহারের পর দুইদিন পর্যন্ত এটি আর ব্যবহারের প্রয়োজন হবে না। তীব্র শীতেও আপনার ত্বক থাকবে মখমলের মতোন মোলায়েম।

– কেউ যদি রোজ ব্যবহার করে?

খোদা না খাস্তা, সেক্ষেত্রে আপনার শরীরের রক্ত এই লোশনে পরিণত হতে পারে জনাব!

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।