শিবলী নোমান

জ্বরাকাঙ্ক্ষা

শিবলী নোমান

এখন আর আমাদের জ্বর আসে না।
অথচ কী প্রবল উত্তাপ আমাদের শরীর চিরে বেরিয়ে আসতে চায় দোর্দণ্ড প্রতাপে প্রতিটি সাঁঝবেলায়।
কথা ছিল শরীর থেকে বেরিয়ে আসা প্রচণ্ড তাপে আমরা একেকটি ভাজা ডিমের মতো সোনালী মাংসপিণ্ডে পরিণত হবো।
কিন্তু দেখা গেলো আর সবকিছুর মতো আমাদের আকাঙ্ক্ষাগুলোও কে জানি খেয়ে ফেলেছে।
আমাদের তাই একটি একটি দিন করে বেঁচে থাকতে হয়, মৃত্যুর অপেক্ষায়।

(১১ ফেব্রুয়ারি, ২০২৪, জাহাঙ্গীরনগর)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।