শিবলী নোমান
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে ইউভাল নোয়াহ হারারির নতুন গ্রন্থ Nexus: A Brief History of Human Networks from the Sote Age to AI। Sapiens: A Brief History of Humankind ও Homo Deus: A Brief History of Tomorrow শীর্ষক গ্রন্থসমূহের রচয়িতা হিসেবে হারারির যে কোন নতুন রচনা বা সাক্ষাৎকারের প্রতি পছন্দ-অপছন্দসমেত এক ধরনের আকর্ষণবোধ থাকায়, তাঁর প্রকাশিত নতুন এই গ্রন্থ তথা নেক্সাস সম্পর্কেও দ্রুতই অবগত হওয়া সম্ভব হয়েছিল।
এদিকে হারারি যে পৃথিবীর বিভিন্ন অংশে নানা কারণেই প্রতিদিন পঠিত হন, তার একটি দৃষ্টান্ত পাওয়া গেলো আমার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শফিকুল ইসলাম সবুজ ভাইয়ের ফেইসবুক পোস্ট থেকে। বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক সবুজ ভাই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
তো, নিজ গবেষণার প্রাসঙ্গিক সাহিত্য হিসেবে সবুজ ভাই হারারির সদ্যপ্রকাশিত নেক্সাস-এর চাহিদার কথা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারকে জানিয়েছিলেন, তবে তখন পর্যন্ত বইটি ঐ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ছিল না। যেহেতু বইটি মাত্রই প্রকাশিত হয়েছে, তাই অন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকেও বইটি ধার করে আনা সম্ভব হয় নি। তাই গবেষক শিক্ষার্থীর চাহিদা বিবেচনায় নিয়ে গ্রন্থাগার কর্তৃপক্ষ বইটি কিনে গ্রন্থাগারে যুক্ত করেছে।
এদিকে বাংলাদেশে বসবাস করা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বর্তমান লেখক যখন হারারির নতুন বইয়ের সন্ধান পেয়েছিলেন, সাথে সাথে তাকে ঢুঁ মারতে হয়েছে পাইরেটেড তথা অবৈধভাবে গড়ে ওঠা বইপত্রের নানা ওয়েবসাইটে। বলাই বাহুল্য, এসব ওয়েবসাইট এখনো টিকে আছে বলেই আমাদের দেশের আগ্রহী পাঠক ও গবেষকগণ এখনো খেয়ে-পরে বেঁচে আছেন।
তো, এসব অবৈধ সাইটে হারারির নতুন বই খুঁজেও পাওয়া গেলো, সাথে সাথে ডাউনলোডও করা হলো। এদিকে দেশের বই বিপনীতেও বইটির বৈধ কপির সন্ধান পাওয়া গেলো। সেখানে বইটির হার্ডকভার সংস্করণের মূল্য প্রায় ২,৯০০ টাকা ও পেপারব্যাক সংস্করণের মূল্য প্রায় ১,৯০০ টাকা ধরা হয়েছে, ডেলিভারি চার্জ ব্যতীত। বিশ্ববিদ্যালয় থেকে বই ক্রয় বাবদ বার্ষিক দুই হাজার টাকা প্রাপ্তির হিসাবটা একবারের জন্য মাথায় খেলে গেলেও হতাশাসমেত বইটির পিডিএফ কপি প্রিন্ট করার দিকে এগুনোই ভালো হবে বলে বিবেচিত হলো। মাত্র ৫৩০ টাকায় বইটি হার্ডকভার মলাটে প্রিন্ট দেয়ার ঠিকা একজনকে নিশ্চিত করে তৃপ্তির ঢেকুর তুলতে না তুলতেই চোখের সামনে ৩৫০ টাকায় বইটির হার্ডকভার প্রিমিয়াম সংস্করণের (অবশ্যই পাইরেটেড ও অবৈধ) বিজ্ঞাপন চলে আসলো সামাজিক মাধ্যমের কল্যাণে।
১৮০ টাকা আর্থিক লোকসানের বেদনার সাথে সাথে বিদ্যায়তনিক প্রতিষ্ঠানসমূহের এই তফাত নিয়ে দিন কতক ভাবার পর অবশেষে হারারির নেক্সাস পাঠ শুরু করলাম।
তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যায়তনিক খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি আমি করি না, কারণ এই ভাঙাচোরা অবস্থা নিয়েই যেহেতু র্যাঙ্কিং নামক বহুল আলোচিত বিষয়ে স্থান করে নেয়া সম্ভব হচ্ছে, বেশি ভালো করলে সেই অবস্থান আবার হিমাঙ্কের নিচে তথা নেগেটিভে চলে যেতে পারে।
পড়ে ভালো লাগলো। আরো ভালো ভালো লেখা ও বক্তব্য পড়তে পারবো বলে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা!
Ami ekebare original kinbo vabsilam – pore daam shune hotash hoye gesi. 1800 tk diye afford kora possible na. Sheshe Epub porsi, pore collection er jonno 350tk er copy kinbo.
Happy reading!