শিবলী নোমান
এই নগরে এখনো বৃষ্টি ঝড়ে।
দেখা যায় মেঘেদের যুদ্ধ।
নীল আকাশে সাদা মেঘেরা ছোটাছুটির হোলিখেলায় মাতে।
কবিরা বলে মেঘের ভেলা।
দূর থেকে ছুটে আসে কালো মেঘের দল।
বেলা অথবা অবেলা কিংবা কালবেলায়।
মেঘেদের যুদ্ধ দেখিনি কখনো।
তাদের যুদ্ধে ঝড় উঠে।
উড়িয়ে নিতে চায় সব।
সেই ঝড়ো হাওয়ায় দাঁড়িয়ে থাকতে চায়-
বৃক্ষ, বৃক্ষ আর কোন বৃক্ষমানব!
সবসময় নয়, কখনো কখনো।
(০৩ আগস্ট, ২০১৬, জাহাঙ্গীরনগর)