শিবলী নোমান
আমার শহরে আফ্রোদিতি বাস করতো।
শুনেছি সে হঠাৎ হারিয়ে গিয়েছে কাঠগোলাপের শুভ্রতায়।
আফ্রোদিতির খোঁজে বেরিয়ে আমি কিউপিডের দেখা পাই বারংবার।
অবশেষে, শঙ্কিত নতমস্তকে জিউসের কাছে যাই।
জিউস এখনো ব্যস্ত যুদ্ধ যুদ্ধ খেলায়।
পুরনো যুদ্ধের ধুলোমাখা ময়দানে পুরনো যোদ্ধা।
অ্যাকিলিস আর হেক্টর দেখে একে অপরকে।
জিউসকে এড়িয়ে উভয়কে দেখি আমিও।
হেক্টরকে বরাবরই নিজের মনে হয় আমার।
চাই একবার হলেও দ্বৈরথটা হোক তার।
তাই ভুলে যাই আফ্রোদিতির আকর্ষণ কিংবা কিউপিডের অনাহূত বিড়ম্বনা।
যুদ্ধের ফলাফলটাই বড় আজও।
আচমকা জিউস হেসে উঠে।
খেয়াল থেকে বেরিয়ে চোখ খুলি আমি।
আশা করি দেখবো দাঁড়িয়ে আছে হেক্টর।
কিন্তু চোখ খুলে দেখা পাই আপনার।
জিউসের হাসি মিলিয়ে যাওয়ার আগেই আপনার কন্ঠস্বর কানে আসে।
“ব্যাক পেইনটা কমেছে?”
(১৮ জুলাই, ২০১৬, ঢাকা)