শিবলী নোমান

মধ্যবিত্ততা

শিবলী নোমান

মধ্যবিত্ত জীবনে হতাশার নাম অর্থ কিংবা
টাকা,
একদিন পকেটে টাকা থাকে তো নিজেকে
রাজা মনে হতে বাঁধা নেই।
কিংবা পরদিন শূণ্য পকেটে রাজ্যের হতাশা
কিংবা দু’খানি কবিতায় সময় কাটানো।
টং দোকানের চায়ে বনরুটি ভিজিয়ে খেতে
সুখ, বাইরে কাঠফাঁটা রোদ!
অথবা নামী-দামী কিংবা রঙচঙে কোন
রেস্তোরায় কোল্ড কফি আর উষ্ণ লিকুইড
চকলেট মাফিনে দু’কামড়, জীবন সুন্দর আর
বাইরে ঝুম বৃষ্টি।
জীবন অল্প দিনের কিংবা অনেক বড়,
বলতে চাচ্ছিলাম, সাথে থাকবেন কি?

(২৪ মে, ২০১৬, জাহাঙ্গীরনগর)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।