শিবলী নোমান
মানুষের সাথে কথা বলতে আমার ভালো লাগে।
তবে কথা বলতে বলতে আর সব কাজ ভুলে যাওয়ার অভিযোগ করেন অনেকেই।
তবু কথা বলতে ভালো লাগে।
তবে কথা শেষ হওয়ার পর কিংবা অনেক পর প্রায়ই শুনতে পাই আমার কথায় অনেকে কষ্ট পান।
এসব কষ্ট দেয়া আমাকে পোড়ায় ভীষণ।
কারন এতে আমার ইচ্ছার দায় থাকে সামান্যই।
এই যেমন সেদিন আপনি ফোন দিলেন।
পলেস্তারা খসে যাওয়া দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলেছিলাম চিনতে পারছি না।
সচকিত হয়ে পরেই জানালাম চিনতে পেরেছি।
ভেবেছিলাম এখানেই সব শেষ হবে।
তবে মৌচাক ভেঙে মৌমাছিদের উড়ে যাওয়ার শব্দ শুনতে পারিনি আমি।
তবে আজ শুনলাম আপনাকে না চেনা আপনার ইগোকে আঘাত করেছে।
তাই আপনার ইগোর আগুনে পুড়লাম কিছুক্ষণ।
পোড়া মন আপনার সাথে ফ্রয়েড নিয়ে কথা বলতে চায় হুট করেই।
সেখানে ইড আর সুপার ইগোর সাথে কথা বলা যাবে ইগোকে নিয়েও।
বলুন তো, কখন শুরু করতে পারি ফ্রয়েডিয়ো কথোপকথন?
(১৫ জুন, ২০১৬, ঢাকা)