শিবলী নোমান

ফর্মাল

শিবলী নোমান

মেজাজ তিরিক্ষি হয়ে ছিল কিংবা বিষন্নতাগ্রস্ত।
কে জানে, হঠাৎ গ্রাজুয়েট হলে এমন হয় কিনা।
ও কয়েকদিন ধরে একটা কুর্তার কথা বলছিলো, আমার জন্যেই।
যদিও আমি কুর্তা আর পাঞ্জাবির পার্থক্য কমই বুঝতে পারি।
হঠাৎ করে হাতে কিছু টাকাও এসেছে।
কোথায় জানি শুনেছিলাম শপিং করলে মন হালকা হয়।
মানিব্যাগ ও মন হালকা করতে তাই আড়ং গমন।
সেখানে ঢুকতেই স্লামালিকুম স্যার, স্লামালিকুম স্যার।
যেখানেই যাই নারী-পুরুষ নির্বিশেষে বলছে স্যার স্যার এবং স্যার।
বিষয়টা খারাপ না, মধ্যবিত্ত মন পায় উচ্চবিত্ত সুখ।
পছন্দের কুর্তা পাই নি, ভালো লাগার খোঁজও।
তাও ভালো।
আড়ং-এর কর্মীরা অন্তত বলে নি,
আপনি শার্টের হাতা গুটিয়ে এসেছেন বলে আপনাকে স্যার বলা যাবে না, পরেরবার ফর্মাল হয়ে আসবেন!
বললে হয়ত বলতাম, ওকে, স্যরি।

(০৫ জুন, ২০১৬, ঢাকা)

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।