শিবলী নোমান

মাইক্রোফিকশন (৪৪-৪৫)

শিবলী নোমান

 

৪৪.

উদভ্রান্তের মতো হন্তদন্ত হয়ে লাইন ভেঙে লেখকের সামনের টেবিলে বইটি ঠেলে দিলেন পাঠিকা। পরিস্থিতি সামাল দিতে হাস্যোজ্জ্বল লেখক মুখের হাসি ধরে রেখেই বলে উঠলেন,

– আপনি যেভাবে আসলেন ও বইটি ঠেলে দিলেন, তা দেখে আপনি অটোগ্রাফ নিতে নয়, বরং এমন ছাইপাশ কেন লিখেছি সেই বিরক্তি প্রকাশ করতে এসেছেন বলেই মনে হচ্ছে।

– সঠিক ধরেছেন!

 

৪৫.

– শুনছি আমার নতুন প্রকাশিত বইটা দুইদিন ধরে কোথাও পাওয়া যাচ্ছে না, প্রকাশনা সংস্থা হিসেবে আপনারা করছেনটা কী?

– আপনার বইটার সকল কপি বিক্রি হয়ে গিয়েছে স্যার, এজন্যই পাওয়া যাচ্ছে না।

– বলেন কী! এই বই তো নির্দিষ্ট পাঠকের জন্য, সবার তো কেনার কথা না!

– জ্বী স্যার, এজন্যই মনে হয় কাগজের ঠোঙ্গা তৈরিকারকরাই সব কপি কিনে নিয়েছে, আমরাও ক্রেতা পেয়ে অল্প মূল্যে ছেড়ে দিয়েছি। প্রথম মুদ্রণের সকল কপি বিক্রি হওয়ায় আপনাকে অভিনন্দন, স্যার!

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।